পঞ্চগড়ে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যাকারী এক যুবক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে।
গতকাল ২৩ এপ্রিল রবিবার সন্ধ্যায় পঞ্চগড় শহরের জালাসীপাড়ায় ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ২৭ বছর বয়সী যুবক চিকিৎসকের নাম রিয়াজুল ইসলাম শুভ।তিনি ওই এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে। নিহত শুভ রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে সম্প্রতি রংপুরের একটি বেসরকারি মেডিকেলে চাকরি নেন।
আরও পড়ুনঃ ভোলায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলাম শুভ ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর ইন্টার্নশিপ শেষ করে সম্প্রতি রংপুরের একটি বেসরকারি মেডিকেলে চাকরিতে যোগদান করেন। একই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে শুভর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে গত বছর ২০২২ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার এমন আকস্মিক ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার সত্যতা স্বীকার করে সোমবার সকালে পঞ্চগড় সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিয়া সংবাদমাধ্যমকে বলেন, “আমরা গতকাল সন্ধ্যায় শুভ নামের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে এটি আত্মহত্যা। এ ঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ গতকাল রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।“




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0