রাজধানীর যাত্রাবাড়ী থেকে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গত ২৫ এপ্রিল মঙ্গলবার রাজধানীর বিবির বাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ ২৬ এপ্রিল বুধবার এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
আরও পড়ুনঃ শরীয়তপুরে নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই কিশোরী শিক্ষার্থীর মৃত্যু
গ্রেফতার হওয়া ৩০ বছর বয়সী যুবকের নাম বিপ্লব হোসাইন।তার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জের পালিকান্দা গ্রামে।গ্রেফতারকালে তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড, একটি চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বিস্তারিত জানাতে গিয়ে বলেন,“আটক বিপ্লব একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের থেক্যা চাঁদাবাজি করে আসছিল। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ চক্রের অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।“




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0