শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই কিশোরী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল ২৬ এপ্রিল বুধবার দুপুরে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মৃত দুই কিশোরী হলেন নড়িয়া উপজেলার নয়ন মাদবরকান্দি গ্রামের বাসিন্দা ১৫ বছর বয়সী সুচনা খানম।তার পিতার নাম শওকত আলী খা।। অপর জন হলেন একই উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা কামরুজ্জামানের মেয়ে ১৪ বছর বয়সী মৌ আক্তার। নিহত সুচনা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনী এবং মৌ অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন ছিল।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল বুধবার দুপুরে নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশে কীর্তিনাশা নদীতে গোসল করতে যায় সূচনা,মৌ এবং তাদের আরেক বান্ধবী মেঘা আক্তার।গোসলের এক পর্যায়ে সময় সবার অজান্তে গভীর পানিতে তলিয়ে যায় তারা তিনজন। এ সময় নদীর তীরে থাকা লোকজন মেঘাকে দেখতে পেয়ে উদ্ধার করতে পারলেও সূচনা ও মৌকেউদ্ধার করা সম্ভব হয়নি। পরে এলাকার লোকজন ও স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পরে সূচনা ও মৌ আক্তারকে পাওয়া যায়। পরে তাদেরকে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন,আমরা দুপুরে দুই শিক্ষার্থী নদীতে ডুবে মারা যাওয়ার খবর পাই। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেই। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0