গত ২৬ নভেম্বর মেক্সিকোর বিরুদ্ধে জয় পায় আর্জেন্টিনা,সেদিন বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনার একটি ভিডিও চিত্র ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল।
সেই ভিডিওর ক্যাপশন ফিফা লেখে ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছেন।‘ যা নিয়ে বেশ হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির গোল উদযাপনে সমর্থকদের উল্লাসের সেই ভিডিও চিত্রটি ছিল ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাসের।
এবার ফের ফিফার টুইটে জায়গা পেল বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের উল্লাসের ছবি। গতকাল সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয় ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচ।১-০ গোলে সুইসদের বিপক্ষে জয় তুলে নেয় ব্রাজিলিয়ানরা। দেশের বিভিন্ন জায়গায় সেই ম্যাচ বড় পর্দায় উপভোগ করেছেন ফুটবলভক্তরা। সেই রকমই কয়েকটি ছবি ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।
ব্রাজিল সমর্থকদের উল্লাসরত কয়েকটি ছবি দিয়ে ফিফা তাদের অফিসিয়াল টুইটারে পোস্ট করে লিখে যে,‘ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এত একত্র করতে পারে না।’
উল্লেখ্য কাতার বিশ্বকাপের খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থা করা হয়েছে বড় পর্দায়। প্রিয় দলের খেলা দেখতে সেসব জায়গায় প্রতিদিন হাজির হয় অসংখ্য মানুষ। বিশেষ করে, ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ থাকলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সেই জায়গাগুলো।