বিশ্বকাপ ফুটবলের রাউণ্ড অভ সিক্সটিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো সেলেসাওদের। আজকের ম্যাচ তাই ছিলো শুধুই অংশ নেয়ার। দলের গুরুত্বপূর্ণ সদস্য সবাই যখন সাইড বেঞ্চে, তখন অভিজ্ঞ দানি আলভেসের নেতৃত্বে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল।
প্রথমার্ধ গোলশূন্য হলেও খেলায় গতি আসে বিরতির পরে। আক্রমণ পাল্টা আক্রমণে গোলশূন্য খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯ মিনিটের অতিরক্তি সময় শেষ হবার ঠিক ৬ মিনিট আগে ভিনসেন্ট আবু বকরের গোলে এগিয়ে যায় ক্যামেরুন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাজিল। তাই, ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।
দিনের অন্য ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে সুইজারল্যাণ্ড।