গত ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যর দেশ কাতারে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপের ২০২২ এর আসর।ফুটবল উন্মাদনায় বুঁদ হয়ে আছে সারা বিশ্বের ফুটবলপ্রেমিরা।সারা বিশ্বের মত বাংলাদেশের জনগণও ফুটবল উন্মাদনায় মেতে রয়েছে।কিন্তু এই উন্মাদনার ভিতরই কিছু কিছু অনভিপ্রেত ঘটনা ম্লান করে দেয় খেলার এই নির্ভেজাল আনন্দকে।
তেমনই একটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেল ভোলায়। বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডলস পার্টির আয়োজন করে আর্জেন্টিনার কিছু সমর্থক।আয়োজিত সেই পার্টিকে কেন্দ্র করে আর্জেন্টিনার সমর্থকদের নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে একপর্যায়ে নিহত হয়েছে এক কলেজছাত্র। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত কলেজছাত্রের নাম হৃদয় (২১)। নিহত হৃদয় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মো. ইব্রাহীম। সে ভোলা নাজিউর রহমান কলেজের শিক্ষার্থী।
আরও পড়ুনঃযশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
গতকাল ৭ ডিসেম্বর বুধবার ভোরে ঘটনাস্থল থেকে হৃদয়কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সমর্থকদের সংঘর্ষে নিহতের ঘটনায় ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির সাংবাদিকদের জানান,’ ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। শনাক্তকরন শেষে দোষীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।‘




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0