নীলফামারীতে মাদকসহ মা এবং সৎ-ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গতকাল ৪ জানুয়ারি বুধবার বিকেলে নীলফামারী সদর উপজেলার বাদিয়ার মোড় এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গুরামারী এলাকার মনজুর আলম ওরফে খোকার দ্বিতীয় স্ত্রী মমিনা খাতুন এবং তার সৎ ছেলে মো. আব্দুল খালেক ওরফে রনি।
আরও পড়ুন: ২১তম সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফ উদ্দিন ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে জানান, আটককৃত মমিনা খাতুন ও রনি একটি অটোরিকশার পেছনের সিটে বসে হাতিবান্ধা থেকে নীলফামারী আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ সময় তাদের সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি চালালে তার ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।সাথে সাথে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) শফিয়ার রহমান বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা করেছেন। মামলা দায়ের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।