নরসিংদীতে ককটেল মারার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুলি ও টেঁটার আঘাতে আহত হয়েছেন আরও তিনজন।
গতকাল ২২ এপ্রিল শনিবার সন্ধ্যায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষ্যার বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ৩০ বছর বয়সী যুবকের নাম জুলহাস মিয়া।সে রায়পুরা উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা।তার পিতার নাম শামসু মিয়া। উক্ত ঘটনায় আহতরা হলেন বীরগাঁও গ্রামের হাজী বাড়ির আলমগীরের ছেলে হাবিবুর রহমান (১৬), বিল্লাল মিয়ার ছেলে ইয়ামিন (১৫) ও গোপীনাথপুরের কালাগাজীর ছেলে রাইজ উদ্দিন (২৬)।
আরও পড়ুনঃ ঢাকায় ঈদে ঘুরতে বের হয়ে বাসচাপায় প্রান হারালও এক স্কুলছাত্র
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে নিহতের স্বজনরা জানান, গতকাল ঈদের দিন সকালে হরিপুর-দড়িগাঁওয়ের কিছু লোক চংপাড়া- বীরগাঁও এলাকার জুলহাসের মুরগির ফার্মের সামনে ককটেল ফুটাতে থাকে। ওই সময় জুলহাস ও তার লোকজন তাদেরকে ককটেল ফুটাতে বারণ করে।এতে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং জুলহাসের ওপর ক্ষিপ্ত হয়ে তারা তখনকার মত চলে যায়।
কিন্তু বিকেলে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এসে চংপাড়া ও বীরগাঁও এলাকায় হামলা চালায়। হামলাকারীরা জুলহাসের বাড়িতে ঢুকে প্রকাশ্যে জুলহাসসহ কয়েকজনকে গুলি করে। এ সময় গুরুতর আহত অবস্থায় জুলহাসসহ আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোবিন্দ সরকার জানান, নিলক্ষ্যায় গণ্ডগোলের ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি।পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0