পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২৩ এপ্রিল রবিবার সকাল সাড়ে দশটায় পটুয়াখালীর কুয়াকাটায় সোনার বাংলা হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ৩০ বছর বয়সী যুবকের নাম রিপন বিসাস।তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার বাসিন্দা।তার পিতার নাম মাধব চন্দ্র বিশ্বাস।
আরও পড়ুনঃ মুম্বাইয়ের হোটেল থেকে পতিতাবৃত্তির অভিযোগে ভোজপুরী অভিনেত্রী গ্রেফতার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত রিপন বিশ্বাস সাভারের আশুলিয়ায় পরিবার নিয়ে বসবাস করেন।গত ২১ এপ্রিল শুক্রবার ঈদের ছুটিতে ছোট স্ত্রী গঙ্গা রাণীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন তিনি। গতকাল শনিবার (২১ এপ্রিল) রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বড় স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয় তার। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী গঙ্গা জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান রিপনকে। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।“




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0