
দেশজুড়ে আলােচিত চট্টগ্রামের শীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রণে না আসতেই এবার সামনে এলো পাবনায় অগ্নিকাণ্ডের খবর। পাবনার কিউলিন ইন্ডাস্ট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখনো হতাহতের খবর না পাওয়া গেলেও পুড়ে যাচ্ছে কারখানার মালামাল। এই কারখানাটি মূলত শোলার মিল নামেই পরিচিত।
বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মানিকনগর গ্রামে গড়ে উঠেছে কিউলিন ইণ্ডাস্ট্রিজ। মূলত, পাটখড়ি থেকে তৈরি কার্বন পাউডার রফতানি কার্যক্রম পরিচালিত হয় এই কারখানায়।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0