বর্তমান ফুটবল দুনিয়ার অন্যতম সফল ও জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন এই পর্তুগীজ তারকা। ম্যানচেস্টার ইউনাইটেডে গত মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি।
তবে এত ভাল সময়ের মাঝেও যে তিনি ভাল নেই সম্প্রতি সেই কথাই প্রকাশ করলেন তিনি। গত ১৪ নভেম্বর সোমবার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে ম্যানচেস্টার ইউনাইটেডে তার সাথে হওয়া অন্যায় এর কথা বলতে গিয়ে নিজের ভেতরে সব রাগ উগরে দেন এই তারকা। সোমবার ভোরে মরগানকে দেয়া বিশেষ সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে জোরপূর্বক তাড়িয়ে দিতে চেয়েছিল। শুধু ম্যানেজারই নয়, ক্লাবের দায়িত্বে থাকা অন্যরাও একই চেষ্টা করেছে। আমি প্রতারণার শিকার হয়েছি’।
সাক্ষাৎকারে রোনালদো আরও বলেন, ‘কিছু মানুষ আমাকে ম্যানচেস্টার ইউনাইটেডে চায় না, এমনটাই আমার মনে হয়। শুধু এ বছরেই না, গত মৌসুমেও তারা আমাকে চাননি।’
উল্লেখ্য, য়্যুভেন্তাস থেকে প্রিমিয়ার লিগে পাড়ি দিয়ে গত মৌসুমে ম্যানইউর হয়ে ৩০ ম্যাচে ১৮ গোল করেন এই পর্তুগীজ তারকা। তাতে ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগে সেরা গোলদাতার তালিকায় তৃতীয় হন তিনি।
চলতি মৌসুমে ম্যানইউর দায়িত্ব নেন টেন হ্যাগ।আর তার সাথে যে রোনালদোর বনিবনা হবেনা এমন গুঞ্জন আগে থেকেই ছিল । হয়েছেও তাই, চলতি মৌসুমে ১৬ ম্যাচের মধ্যে তিনি স্কোয়াডে জায়গা পেয়েছেন ১২ ম্যাচে। এর মধ্যে দুই ম্যাচে তাকে মাঠেই নামানোই হয়নি। আর পুরো ৯০ মিনিট খেলেছেন মাত্র তিন ম্যাচে। ৬ ম্যাচে তো একাদশেই ছিলেন না তিনি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে না নামানোয় রাগ দেখিয়ে রোনালদো মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। তার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে পরের ম্যাচে তাকে বরখাস্ত করে ক্লাব।দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে টেন হ্যাগই এমন নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন তিনি।
সময় যত গড়াচ্ছে, রোনালদো ও টেন হ্যাগের মধ্যে সমস্যা তত জটিল হচ্ছে। তারা যে একে অপরকে পছন্দ করেন না সেই বিষয়টি বার বারই চলে আসছে গণমাধ্যমে সামনে। এবার মরগানকে দেয়া সাক্ষাতকারে সেটি সরাসরি বলেই ফেললেন রোনালদো।