বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশন শুরু আজ

গত ২০ নভেম্বর জমকালো আয়োজনে কাতারে পর্দা উঠলো“গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ” খ্যাত ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের।শুরু হয়ে গেছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ।

ফিফা বিশ্বকাপে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে বেশ কয়েকটি ম্যাচ,হয়ে গেছে বেশ কয়েকটি অঘটনও! তারই মধ্যে অঘটন সমৃদ্ধ এবারের এই ফুটবল মহাযজ্ঞে আজ অংশ নিতে মাঠে নামবে আসরের অন্যতম ফেভারিট ও শিরোপার দাবীদার লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।বিশ্বকাপকে নিজেদের করে নিতে এবার আগেই শক্তিশালী ও তারকাসমৃদ্ধ স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল,তারই ধারাবাহিকতায় আজ মাঠে নামবে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এই দল।

আক্রমনাত্নক খেলার মনোভাব নিয়ে ২০২২ এর কাতার বিশ্বকাপ জয়ের মিশনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ হিসাবে থাকছে ইউরোপের শক্তিশালী দেশ সার্বিয়া। ২৪ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১ টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।এই একই স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিবেশি আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরব বিশ্বকাপে এবারের আসরের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয়।

আরও একটি বিশ্বকাপ, ব্রাজিলের আরও একবার হেক্সা জয়ের মিশন। ২০০২ সালের পর থেকে একরকম অধরা হয়ে রয়ে গেছে বিশ্ব আসরের এই শ্রেষ্ঠত্তের মুকুটটি।

কাতারে এই বিশ্বকাপে আসরে শিরোপা জয়ের আক্ষেপ মেটাতে চায় তিতের দল।আর সেই লক্ষ্যে প্রস্তুত একঝাঁক তারকাসমৃদ্ধ স্কোয়াড। ইনজুরি বা অন্য কোন সমস্যা নেই কোনো পজিশনেই, সব খেলোয়াড়ই একদম ফিট। প্রতিপক্ষকে ভড়কে দিতে, গোপনীয়তা রাখা হয়েছে রণকৌশল নিয়েও। বিশ্বকাপের আগে দলটির অনুশীলন পর্বও অনুষ্ঠিত হয়েছে লোকচক্ষুর আড়ালে।

ব্রাজিল ও সার্বিয়ার ফুটবল রণাঙ্গনে মুখোমুখি হয়েছিল দুইবার আর দুটিতেই জয় পেয়েছিল ব্রাজিল। এর মধ্যে একটি ছিল গত বিশ্বকাপে, যেখানে ২-০ গোলে জয় পায় ব্রাজিলিয়ানরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০১৪ তে দেখা হয়েছিল আরও একবার।সেবারও ১-০ তে জিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।পরিসংখ্যান বলছে জয়ের পাল্লা ব্রাজিলের দিকেই বেশি ঝুঁকছে।

এদিকে প্রতিপক্ষকে ভড়কে দিতে এত গোপনীয়তা সত্ত্বেও ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো নেটওয়ার্ক এর বরাতে ফাঁস হয়ে গেল প্রথম ম্যাচের স্টার্টিং লাইন আপ।

৪-১-৪-১ ফর্মেশনে সার্বিয়ার বিরুদ্ধে মাঠ সাজানো হয়েছে। গোলরক্ষকের দায়িত্বটা থাকবে অ্যালিসনের কাঁধে। তার সামনে থাকবে সিলভা,মারকুইনহোসে ,দানিলো আর অ্যালেক্স সান্দ্রো। মিডফিল্ডে থাকবেন ফ্রেড অথবা ক্যাসেমিরো। সাথে থাকবেন ওয়েস্ট হ্যামের লুকাস পাকুয়েতা ।এরপর মধ্যমনি নেইমার যার দুই পাশে থাকবেন ভিনিসিয়ুস আর রাফিনহা। আর সেন্টার ফরোয়ার্ডের দায়িত্বটা থাকবে রিচার্লিসনের কাঁধে।

যদিও গ্লোবো নেটওয়ার্কের এমন দাবির সত্যতা কতটুকু তা নিশ্চিত নয়। তবে ফাঁস হওয়া এই একাদশে খুব বেশি একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।