ব্রাজিলের হেক্সা মিশন জয়ের শুভসূচনা

সফলভাবে নিজেদের হেক্সা মিশন শুরু করলো এবারের আসরের অন্যতম ফেভারেট পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। টান টান উত্তেজনায় অনবদ্য ও শৈল্পিক একটি ম্যাচ উপহার দিল ফুটবলপ্রেমিদের।কাতারে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের শুভসূচনা করল লাতিন আমেরিকার শিরোপা প্রত্যাশী ব্রাজিলিয়ানরা।

বাংলা প্রবাদ ‘পচা শামুকে পা কাটা’ এর সফল উদাহরণ দেখা গেল কাতার বিশ্বকাপে।এ বারের আসরে ফেবারিট হয়ে আসা আর্জেন্টিনা ও জার্মানি নিজেদের গ্রুপ পর্বে ‘সহজ প্রতিপক্ষের’ বিপক্ষে হেরে অঘটনের জন্ম দেয়।তাই দুশ্চিন্তা ছিল অন্যতম ফেবারিট ব্রাজিলকে নিয়ে। প্রথমার্ধে হতাশ করলেও দ্বিতীয়ার্ধে রিচার্লিসনের দুর্দান্ত দুই গোলে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল ব্রাজিল।

একদিকে কাতার বিশ্বকাপের পিঠে অঘটনের তকমা অন্যদিকে ব্রাজিলের কাঁধে প্রত্যাশার পারদ। দুই চাপ মাথায় নিয়ে  বৃহস্পতিবার রাতে দোহার  লুসাইল স্টেডিয়ামে আক্রমণাত্মক কৌশল কে সঙ্গী করে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খেলতে নামে ব্রাজিল । তবে প্রথমার্ধে নামের প্রতি সুবিচার করতে পারেনি তারকাসমৃদ্ধ এই স্কোয়াড। গোল শূন্য সমতায় শেষ করে। যদিও গোল হওয়ার মতো সহজ দুটি সুযোগ মিস করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৩৪ মিনিটে রাফিনহা একেবারের ফাঁকায় পেয়ে যাওয়া বল জালে পাঠাতে পারেননি। ৪১ মিনিটে ভিনিসিয়াস সামনে কেবল গোলরক্ষককে পেয়েও পোস্টে শট নিতে পারেননি। প্রথমার্ধে ব্রজিলিয়ানদের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

প্রথমার্ধে গোল খরায় ভোগার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও ধাপ বাড়ায় ব্রাজিল।তবে শুরুতেই সুযোগ হারায় রাফিনহা। ম্যাচের ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রোর নেওয়া জোরালো শট বার লেগে ফিরে আসে। ৬৩ মিনিটে ভাগ্য ফেরে ব্রাজিলের। ভিনিসিয়াস জোরের ওপর বক্স থেকে গোলে শট নেন। গোলরক্ষক ওই শট ফেরালেও রিচার্লিসনের নেওয়া শট ফেরাতে পারেননি।জয়ের প্রথম ধাপ অর্জন করে ফেলে ব্রাজিল।

ম্যাচের ৭৩ মিনিটে রির্চালি তার ও দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এবারও তার গোলের কারিগর ভিনিসিয়াস। তিনি বক্সের বাঁ প্রান্ত থেকে ঠিক মাঝখানে থাকা রিচার্লিকে পাস দেন। ওই বল ধরে তিনি দুর্দান্ত এক ভলিতে জালে পাঠিয়ে ব্রাজিল শিবিরকে আনন্দে ভাসিয়ে দেন।

এর পরের  সময়টা আক্রমণে আক্রমণে সার্বিয়ার রক্ষণভাগ কাঁপিয়ে তোলে ব্রাজিল। ম্যাচের ৮১ মিনিটে কাসিমিরো বক্সের বাইরে থেকে  শেট নেন। কিন্তু  ক্রস বারে লেগে তা মিস হয়য়ে যায়। রদ্রিগো একটু পরেই ভালো একটা শট নিলে সার্বিয়ান গোলরক্ষক তা ফিরিয়ে দেন। সব মিলিয়ে শেষ ৪৫ মিনিট মন কাড়া শৈল্পিক ফুটবল খেলেছে সেলেকাওরা।

উল্লেখ্য এর আগে ব্রাজিল ও সার্বিয়ার ফুটবল রণাঙ্গনে মুখোমুখি হয়েছিল দুইবার আর দুটিতেই জয় পেয়েছিল ব্রাজিল। এর মধ্যে একটি ছিল গত বিশ্বকাপে, যেখানে ২-০ গোলে জয় পায় ব্রাজিলিয়ানরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০১৪ তে দেখা হয়েছিল আরও একবার।সেবারও ১-০ তে জিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।