জমকালো আয়োজনে ২০ নভেম্বর থেকে মধ্যপ্রাচ্যর দেশ কাতারে “গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ” খ্যাত ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের শুরু হয়ে গেছে। বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হয়ে আছে পুরো বিশ্বের ক্রীড়া আনুরাগীরা।টান টান উত্তেজনায় প্রতিদিন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে প্রথম পর্বের ম্যাচগুলো।
সবকিছু ছাপিয়ে এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে বেশ কিছু অঘটনের জন্য। যার একটি ছিল এ আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরবের জয় তুলে নেয়া।সৌদি আরবের সাথে হারের ফলে বিশ্বকাপটাই অনিশ্চিতের পথে ছিল আর্জেন্টিনা।অবশেষে জয়ের দেখা পেল তারা, সাথে বাঁচিয়ে রাখল বিশ্বকাপ জয়ের আশাও।২৬ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রাখল মেসি-ডি মারিয়ারা।গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
দিনের অন্য খেলায় তিউনেসিয়াকে হারিয়ে বিশ্বকাপে ১২ বছর পর জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। সি গ্রুপ এর অন্য খেলায় আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দেয়া সৌদি আরবকে হারিয়েছে শক্তিশালী পোল্যান্ড। এদিকে কালকের আর এক হাই ভোল্টেজ ম্যাচে ফরাসি তারকা এম্বাপ্পের ফুটবল জাদুতে বিশ্বকাপে টানা জয় তুলে নিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে এ আসরের অন্যতম ফেভারেট ফ্রান্স।
আজ ২৭ নভেম্বর বিশ্বকাপে আজও অনুষ্ঠিত হবে বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ।শিরোপা জয়ের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এছাড়া মরক্কোর বিপক্ষে মাঠে নামবে অন্যতম ফেভারিট বেলজিয়াম। গত আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার খেলবে কানাডার বিপক্ষে। এছাড়াও মাঠে নামবে এশিয়ার অন্যতম সেরা দল জাপান। প্রতিপক্ষ হিসাবে থাকছে কোস্টারিকা।
চলুন জেনে আসা যাক বিশ্বকাপ ফুটবলে আজ কার কার খেলা থাকছে আর কোথায় কোথায় দেখা যাবে ম্যাচগুলো,
২০২২ বিশ্বকাপ ফুটবলঃ
জাপান-কোস্টারিকা
বিকেল ৪টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি, টফি
বেলজিয়াম-মরক্কো
সন্ধ্যা ৭টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি, টফি
ক্রোয়েশিয়া-কানাডা
রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি, টফি
স্পেন-জার্মানি
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি, টফি
বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপের অনুষ্ঠিত ম্যাচগুলো ।
প্রিয় দলের খেলাগুলো টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনেও উপভোগ করা যাবে।