আলো ঝলমলে এক জমকালো আয়োজনে গত ২০ নভেম্বর কাতারের পর্দা উঠেছিল ফিফা বিশ্বকাপ ২০২২ এর। বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করতে এখন চলছে গ্রুপ পর্বের শেষ দিকের লড়াই। ইতিমধ্যে ফ্রান্স ,ব্রাজি্ল, পর্তুগাল সহ অনেক দলই নক আউট পর্বের টিকেট নিশ্চিত করে ফেলেছে। টান টান উত্তেজনা নিয়ে ভক্ত সমর্থকেরা উপভোগ করছে গ্রুপ পর্বের হাড্ডাহাড্ডি লড়াইগুলো।
আজ ৩০ নভেম্বর বুধবার বিশ্বকাপে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের তিনটি হাই ভোল্টেজ ম্যাচ।গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামবে ফ্রান্স ও আর্জেন্টিনা।দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় রাত ৯ টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ডেনমার্ক।প্রায় একই সময় গ্রুপ পর্বের শেষ খেলায় তিউনেসিয়ার বিপক্ষে মাঠে নামবে ইউরোপের শক্তিশালী দেশ ফ্রান্স।যদিও এবারের বিশ্বকাপে সবার আগে শেষ ১৬ নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স।তাই আজ অনেকটা চাপমুক্ত হয়েই মাঠে নামবে তারা।
তবে আজ ৩০ নভেম্বরের সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে আর্জেন্টিনা ও পোল্যান্ড এর মধ্যকার ম্যাচটি। সারা বিশ্বের ফুটবল ভক্তদের বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল ভক্তদের চোখ থাকবে আজকের অনুষ্ঠিত এই ম্যাচে । শেষ ষোলো নিশ্চিত করতে হলে আজ লিওনেল মেসির আর্জেন্টিনার পোল্যান্ডের সাথে জয়ের কোন বিকল্প নেই। কিন্তু কাজটা মোটেই সহজ হবে না। গ্রুপে শীর্ষস্থান অর্জনকারী পোল্যান্ড এবারের আসরের অন্যতম শক্তিশালী দল, গ্রুপ পর্বের কোন খেলায় হারেনি তারা। এছাড়া আর্জেন্টিনার যেমন রয়েছে লিওনেল মেসি তেমনি পোল্যান্ড রয়েছে তাদের গোলমেশিন রবার্ত লেভানদোস্কি।একজন আর্জেন্টিনার দুঃসময়ের ত্রাতা অন্যজন পোল্যান্ডের সফলতার নায়ক।
বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে এবারের বিশ্বকাপের সব চাইতে বড় অঘটনের জন্ম দেয় আর্জেন্টিনা।ওই হারের ফলে বিশ্বকাপে টিকে থাকতে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই ফাইনালের মত চাপ নিয়ে খেলতে হচ্ছে আর্জেন্টাইনদের। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে অনেকটা ভালো অবস্থানে থাকলেও নক আউট পর্বের টিকিত নিশ্চিত করতে আজ আবার মুখোমুখি হতে হবে কঠিন এক প্রতিপক্ষের।
অন্যদিকে গতকাল ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয় বেশ কিছু ম্যাচ।দিনের প্রথম খেলায় স্বাগতিক কাতারকে ২-০ হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে নেদারল্যান্ডস।দিনের অন্য খেলায় ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে গেছে সেনেগাল।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশরা।অন্য ম্যাচটিতে এশিয়ার দেশ ইরানকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।
২০২২ বিশ্বকাপ ফুটবলঃ
অস্ট্রেলিয়া-ডেনমার্ক
রাত ৯টা, গাজী টিভি
তিউনিসিয়া-ফ্রান্স
রাত ৯টা, বিটিভি ও টি স্পোর্টস
পোল্যান্ড-আর্জেন্টিনা
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি
বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপের অনুষ্ঠিত ম্যাচগুলো ।
প্রিয় দলের খেলাগুলো টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনেও উপভোগ করা যাবে।