২০ নভেম্বর জমকালো আয়োজনে পর্দা উঠা এবারের কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। ইতিমধ্যে শিরোপা প্রত্যাশী অনেক দলই নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপের দ্বিতীয় রাউণ্ডের টিকেট।আজকালের মধ্যে শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের বাকি খেলাগুলো।
আজ ২ ডিসেম্বর ২০২২ এর কাতার বিশ্বকাপ জয়ের মিশনে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ হিসাবে থাকছে আফ্রিকার দেশ ক্যামেরুন। বাংলাদেশ সময় রাত ১ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।যদিও এক ম্যাচ হাতে রেখে ইতিমধ্যে ব্রাজিল তাদের শেষ ১৬ নিশ্চিত করে ফেলেছে।তাই আজ অনেকটাই আনুষ্ঠানিকতার জন্যই মাঠে নামবে ব্রাজিলিয়ানরা। তবে আনুষ্ঠানিকতার এই ম্যাচেও জয় নিয়ে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়য়ে মাঠ ছাড়তে চায় কোচ তিতের বাহিনী।
বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলের হারিয়ে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে ব্রাজিল। গ্রুপ পর্বের ২য় ম্যাচে কঠিন এক সমীকরণে দাঁড়িয়ে টান টান উত্তেজনায় সুইসদের হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় লাতিন আমেরিকার এই দেশ। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬ নিশ্চিত করে ২০২২ এর বিশ্বকাপ আসরের অন্যতম শিরোপার দাবীদার এই দলটি।জয়ের লক্ষ্য আজ আবার ক্যামেরুন এর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলিয়ারা। তবে কোচ তিতে বেশ বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছেন ক্যামেরুনের বিপক্ষে আজকের একাদশে।
আরও পড়ুনঃ বিশ্বকাপে আজকের খেলা
নেইমার, দানিলো ও অ্যালেক্স সান্দ্রো এই তিন চোটাক্রান্ত যে ক্যামেরুনের বিপক্ষে খেলছেন না এটা আগেই নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান টিম ম্যানেজমেন্ট।তবে শুধু এরা তিন জন নন, সেরা একাদশের কাউকেই সম্ভবত আজ ক্যামেরুনের বিপক্ষে শুরুতে নামাবেন না ব্রাজিল কোচ তিতে।যেহেতু আগেই শেষ ১৬ নিশ্চিত হয়ে গেছে তাই আজ কোন ঝুঁকি নিতে চাইছেন না বরং সুযোগ পেয়েছেন বলে রিজার্ভ বেঞ্চের শক্তিটা পরখ করে দেখতে চান তিনি।
এমনিতেই তিনজন খেলোয়াড় চোটে পড়ে বেশ ঝামেলায় পড়ে যায় ব্রাজিল টিম তাই এখন প্রায় আনুষ্ঠানিকতায় পরিণত হওয়া এই ম্যাচে যদি সেরা একাদশের আরও কেউ আঘাত পেয়ে বসেন, তাহলে সেটা হবে রীতিমতো বোকামি।তাই রিজার্ভ বেঞ্চকে বাজিয়ে দেখতে আজকের এই ম্যাচের চেয়ে ভালো সুযোগ আর হবে না। তবে ব্রাজিলের এই রিজার্ভ একাদশও তারকায় ঠাসা। অনেক দলের সেরা একাদশেও হয়তো এর অর্ধেক তারকা নেই।
এইদিকে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’ এরই মধ্যে ক্যামেরুনের বিপক্ষে সম্ভাব্য একাদশ নিয়ে একটি প্রতিবেদন করেছে।প্রতিবেদনে দেখা গেছে, অ্যালিসন বেকারের বদলে আজ গোলপোস্ট সামলাবেন এডারসন। সেন্টার ব্যাক হিসেবে খেলবেন ব্রেমার এবং এডার মিলিতাও। এর আগে সুইসদের বিপক্ষে রাইট ব্যাক হিসেবে খেলেছিলেন মিলিতাও।ব্রাজিল দলের নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভাকে বিশ্রামে রেখে ব্রাজিল দলের আজ নেতৃত্বের ভার দেয়া হয়েছে রাইট ব্যাক দানি আলভেজ এর হাতে। ৩৯ বছর বয়সি আল্ভেজ আজ খেলতে নেমে ব্রাজিলের পক্ষে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ডও করতে যাচ্ছেন। লেফট ব্যাক অ্যালেক্স তেলেস আজ শুরু থেকেই একাদশে খেলবেন। মিডফিল্ডার হিসেবে ফ্যাবিনহো এবং গুইমারেস বা ফ্রেডের মধ্যে যে কোন একজন খেলবেন। ফলস নাইন হিসেবে আজ শুরু থেকেই নামবেন রদ্রিগো। দুই উইংয়ে ব্রাজিলের হয়ে মাঠ নামবেন গ্যাব্রিয়েল মার্তেনেল্লি ও অ্যান্থনি। সেন্টার ফরোয়ার্ড হিসাবে থাকছেন গ্যাব্রিয়েল জেসুস। এই একাদশের কেবল মিলিতাও ও ফ্রেড গত ম্যাচের শুরুর একাদশে ছিলেন। বাকি ৯ জনই শুরুর একাদশে আজ প্রথম সুযোগ পাচ্ছেন।