ব্রাজিল বনাম ক্যামেরুন, পরিসংখ্যানে কে এগিয়ে?

কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ ২ ডিসেম্বর ফিফা বিশ্বকাপে জয়ের মিশনে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ হিসাবে থাকছে আফ্রিকার দেশ ক্যামেরুন। বাংলাদেশ সময় রাত ১ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

যদিও এক ম্যাচ হাতে রেখে ইতিমধ্যে ব্রাজিল তাদের দ্বিতীয় রাউণ্ডের টিকেট নিশ্চিত করে ফেলেছে,তাই আজ অনেকটাই নির্ভার হয়ে আনুষ্ঠানিকতার জন্য মাঠে নামবে ব্রাজিলিয়ানরা। তবে আনুষ্ঠানিকতার এই ম্যাচেও জয় নিয়ে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়য়ে মাঠ ছাড়তে চায় আল্ভেসের নেতৃত্বাধীন ব্রাজিল বাহিনী।

নিয়ম রক্ষার এ লড়াইয়ে সেরা একাদশের কাউকেই সম্ভবত আজ ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামাবেন না ব্রাজিল কোচ তিতে।যেহেতু আগেই শেষ ১৬ নিশ্চিত হয়ে গেছে তাই আজ কোন ঝুঁকি নিতে চাইছেন না বরং সুযোগ পেয়েছেন বলে রিজার্ভ বেঞ্চের শক্তিটা পরখ করে দেখতে চান তিনি।

আরও পড়ুনঃ রিজার্ভ বেঞ্চের শক্তি নিয়ে আজ মাঠে নামবে ব্রাজিল

ব্রাজিল দলের জন্য ম্যাচটি হয়তো স্রেফ নিয়মরক্ষার লড়াই। কিন্তু আফ্রিকার দলটির জন্য আজকের এই ম্যাচ বাঁচা–মরার লড়াই। বিশ্বকাপ আসরে টিকে থেকে শেষ ১৬ তে জেতে হলে ব্রাজিলের বিপক্ষে আজ জেতার কোন বিকল্প নেই ক্যামেরুনের।

কিন্তু ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচের আগে অতীত মুখোমুখি হওয়ার পরিসংখ্যানে তাকালে হতাশ হতে হবে ক্যামেরুনকে।ফিফা বিশ্বকাপে দুবার ব্রাজিলের মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি ক্যামেরুন। ১৯৯৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রথম ক্যামেরুনের মুখোমুখি হয়ে ৩–০ গোলে জিতেছিল ব্রাজিল। ২০ বছর পর ২০১৪ বিশ্বকাপে আবারও গ্রুপ পর্বে ক্যামেরুনের মুখোমুখি হয় ব্রাজিল কিন্তু এবারো ফল পাল্টাতে পারেনি ক্যামেরুন। নেইমারের জোড়া গোলের সুবাদে সেবারও ৪–১ ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল।

বিশ্বকাপের বাইরে আরও ৪বার ক্যামেরুনের মুখোমুখি হয়েছে ব্রাজিল। এর মধ্যে দুটি প্রীতি ম্যাচ এবং অন্য দুটি ম্যাচ ছিল ফিফা কনফেডারেশনস কাপে।এর মধ্যে ব্রাজিল জিতেছিল তিন বার আর ক্যামেরুন জিতেছিল এক বার।

বিশ্বকাপ ও অন্যান্য ম্যাচ মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে মোট ছয়বার মুখোমুখি হয় ক্যামেরুন।তার মাঝে কেবল একবারই হেরেছে ব্রাজিল। জিতেছে বাকি পাঁচ বার।তাই পরিসংখ্যান বলছে আজকের ম্যাচে জয়ের পাল্লাটা ব্রাজিলের দিকেই বেশি ঝুঁকছে।

আজকের ম্যাচে হয়তো ব্রাজিলের মুল একাদশের কেউই খেলছে না কিন্তু তাই বলে ব্রাজিলকে এই টিমকে দুর্বল ভাবলে ভুল করবে ক্যামেরুন।ব্রাজিলের এই রিজার্ভ একাদশও তারকায় ঠাসা। অনেক দলের সেরা একাদশেও হয়তো এর অর্ধেক তারকা নেই।

তাই খুব সহজে বলাই যায় ক্যামেরুনের জন্য অনেকটাই কঠিন হবে আজকের এই ম্যাচ।