ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজের পূর্ণাঙ্গ সূচি

২০১৫ সালের পর দীর্ঘ সাত বছর বাদে আবারও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এলো ভারতীয় ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ভারতের জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে আসে ভারতীয় জাতীয় ক্রিকেট দল।

গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেটারদের বহনকারী বিমানটি। পূর্ণ শক্তির দল নিয়ে এবার বাংলাদেশের বিপক্ষে খেলতে এসেছে টিম ইন্ডিয়া। ২০১৫ সালে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেবার বেশ কষ্টদায়ক স্মৃতি নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছিলো তারা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশের কাছে সিরিজে হেরেছিল ভারত। আর একমাত্র টেস্ট ম্যাচটিও ড্র হয়েছিল।

ঢাকা এসে বিশ্রামে সময় নষ্ট না করে অনুশীলনে নামে রোহিত-কোহলীরা। কারন ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।সিরিজের শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির। খেলা শুরু হবে দুপুর ১২টায়।

এছাড়া চট্টগ্রামেই ১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট।সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলায় ২২ ডিসেম্বর থেকে।

আরও দেখতে পারেনঃ ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষনা বিসিবির

এবারে এক নজরে দেখে নেয়া যাক, ওয়ানডে ও টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি

ওয়ানডে সিরিজের সূচিঃ 

প্রথম ওয়ান ডে: ৪ ডিসেম্বর, রোববার (মিরপুর)

দ্বিতীয় ওয়ান ডে: ৭ ডিসেম্বর, বুধবার (মিরপুর)

তৃতীয় ওয়ান ডে: ১০ ডিসেম্বর, শনিবার (মিরপুর)

টেস্ট সিরিজের সূচিঃ

প্রথম টেস্ট: ১৪-১৮ ডিসেম্বর (চট্টগ্রাম)

দ্বিতীয় টেস্ট: ২২-২৬ ডিসেম্বর (মিরপুর)

৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ভারতের ওয়ানডে স্কোয়াডঃ

রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহম্মদ সিরাজ, দীপক চাহার ও কুলদীপ সেন।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলঃ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন ও নুরুল হাসান।