নক আউট পর্বের হালচাল,কে থাকছে কার বিপক্ষে!

২০ নভেম্বর গ্রুপ পর্বের খেলার মধ্য দিয়ে শুরু হয় এবারের কাতার বিশ্বকাপ।গতকাল ব্রাজিল-ক্যামেরুনের ম্যাচ দিয়ে শেষ হলো গ্রুপপর্বের এই লড়াই। আর এরই সাথে শুরু হয়ে গেল নক আউট পর্বের জমজমাট লড়াই। আজ থেকে শুরু হয়ে এ লড়াই চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

নানা ঘটন-অঘটনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবারের কাতার বিশ্বকাপ।গ্রুপপর্বের শেষ দিনেও অঘটনের সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ক্যামেরুন।গ্রুপপর্বে শুধু ব্রাজিলের অঘটনই শেষ না, প্রথম দিন থেকেই নানা অঘটনের দেখা মিলেছে এবারের বিশ্বকাপে।

আজ ৩ ডিসেম্বের শনিবার ফিফা বিশ্বকাপ ফুটবলে “মারো, না হয় মরো” এই মন্ত্রে শুরু হবে দ্বিতীয় রাউণ্ডের জমজমাট লড়াই।বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে অনুষ্ঠিত হবে শেষ ১৬ লড়াই।

আরও পরুনঃনক আউট লড়াইয়ে আজকের বিশ্বকাপ সূচি

নকআউটে সব ম্যাচই অনুষ্ঠিত হবে ফাইনালের সমান চাপ নিয়ে।বিশ্বকাপকে নিজেদের করে নিতে হলে শেষ ১৬ তে জয়ের কোন বিকল্প নেই।এখানে ড্র করেও পার পাওয়ার সুযোগ নেই।দুই দলের স্কোর সমান হলে অর্থাৎ ড্র হলে অতিরিক্ত সময়ে খেলা চলবে যদি তাতেও ফল না আসে তাহলে টাইব্রেকারে হবে নিষ্পত্তি। নক আউট লড়াইয়ে জয়ী হলে নিশ্চিত হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল,সপ্ন পূরণে এগিয়ে যাবে আরও এক ধাপ আর লড়াইয়ে হেরে গেলে বিশ্বকাপ জয়ের সপ্ন এবারের মত এখানেই শেষ করে খালি হাতে ঘরে ফিরতে হবে।

আজ ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া নক আউট পর্বের এই লড়াই একটানা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।সব মিলিয়ে বিশ্বকাপের এই ৪ দিনে প্রতিদিন দুটি করে মোট ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।যেখানে ১৬ দল থেকে বিদায় নেবে ৮ দল। আর কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে বাকি আট দল।

বিশ্বকাপে নকআউট পর্বের আগে একদিন বিরতি থাকলেও এবারের বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচগুলো বিরতিহীন ভাবে চলবে।চলুন দেখে নেয়া যাক শেষ ষোলোতে কে কার মুখোমুখি হচ্ছে,কবে হচ্ছে,

কাতার বিশ্বকাপ ২০২২ঃ

৩ ডিসেম্বর (রাত ৯টা) নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র

৩ ডিসেম্বর (রাত ১টা)  আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া

৪ ডিসেম্বর (রাত ৯টা)  ফ্রান্স-পোল্যান্ড

৪ ডিসেম্বর (রাত ১টা)  ইংল্যান্ড-সেনেগাল

৫ ডিসেম্বর (রাত ৯টা)  জাপান-ক্রোয়েশিয়া

৫ ডিসেম্বর (রাত ১টা)  ব্রাজিল-দক্ষিণ কোরিয়া

৬ ডিসেম্বর (রাত ৯টা)  মরক্কো-স্পেন

৬ ডিসেম্বর (রাত ১টা)  পর্তুগাল-সুইজারল্যান্ড

বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপের অনুষ্ঠিত ম্যাচগুলো ।

প্রিয় দলের খেলাগুলো টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনেও উপভোগ করা যাবে।