জমকালো আয়োজনে ২০ নভেম্বর কাতারে উদ্বোধন হয়েছিল ফিফা বিশ্বকাপ ২০২২ এর। গ্রুপ পর্বের খেলার মাধ্যমে শুরু হয় বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। নানা ঘটন-অঘটনের জন্য স্মরণীয় হয়য়ে থাকবে এবারের বিশকাপ।গতকাল ব্রাজিল বনাম ক্যামেরুনের খেলার মধ্য দিয়ে শেষ হয় গ্রুপ পর্বের খেলা। আজ থেকে মাঠে গড়াবে শেষ ষোলর খেলা।
আজ ৩ ডিসেম্বের শনিবার ফিফা বিশ্বকাপ ফুটবলে “মারো, না হয় মরো” এই মন্ত্রে শুরু হবে দ্বিতীয় রাউণ্ডের জমজমাট লড়াই।বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে অনুষ্ঠিত হবে শেষ ১৬ লড়াই।বিশ্বকাপ জয়ের সপ্ন নিয়ে খেলতে নামা দলগুলোকে সামর্থ্যের সেরাটুকু দিয়ে খেলতে হবে এই রাউন্ডে।বিশ্বকাপ কে নিজেদের করে নিতে হলে শেষ ১৬ তে জয়ের কোন বিকল্প নেই।
নকআউটে সব ম্যাচই অনুষ্ঠিত হবে ফাইনালের মত চাপ নিয়ে।এখানে ড্র করেও পার পাওয়ার সুযোগ নেই।দুই দলের স্কোর সমান হলে অর্থাৎ ড্র হলে অতিরিক্ত সময়ে খেলা চলবে যদি তাতেও ফল না আসে তাহলে টাইব্রেকারে হবে নিষ্পত্তি। নক আউট লড়াইয়ে জয়ী হলে নিশ্চিত হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল,সপ্ন পূরণে এগিয়ে যাবে আরও এক ধাপ আর লড়াইয়ে হেরে গেলে বিশ্বকাপ জয়ের সপ্ন এবারের মত এখানেই শেষ করে খালি হাতে ঘরে ফিরতে হবে।
আজ থেকে শুরু হওয়া শেষ ষোলর এই লড়াই একটানা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত ।সব মিলিয়ে বিশ্বকাপের এই ৪ দিনে প্রতিদিন দুটি করে মোট ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।যেখানে ১৬ দল থেকে বিদায় নেবে ৮ দল। আর কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে বাকি আট দল।
কাতার বিশ্বকাপের আজকে থাকবে ২য় রাউন্ডের দুইটি খেলা।আজ দুই ম্যাচে মাঠে নামছে চার দল।আজ রাত ৯টায় যুক্তরাষ্ট্র নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এর পর টুর্নামেন্টের ফেভারিট আর্জেন্টিনা রাত ১টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
অন্যদিকে গতকালের খেলায় আবার বেশ বড় অঘটনের সাক্ষী হল ফুটবলবিশ্ব।এবারের আসরের অন্যতম শিরোপার দাবীদার ব্রাজিলকে হারিয়ে চমক দেখালও আফ্রিকার দেশ ক্যামেরুন।১-০ গোলের বেবধানে তারা হারিয়ে দেয় শক্তিশালী ব্রাজিলকে।যদিও এক ম্যাচ হাতে রেখে আগেই নক আউট পর্বের টিকিট কেটে রেখেছিল ব্রাজিল।কাল তাই আনুষ্ঠানিকতার ওই ম্যাচে রিজার্ভ বেঞ্চের টিম নিয়ে খেলতে নামে কোচ তিতে। আর তাতেই ঘটে অঘটন।
আরও পরুনঃভিনসেন্ট আবু বকরের গোলে ব্রাজিলের বিপক্ষে অসাধারণ জয় ক্যামেরুনের
দিনের অন্য ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে শেষ ১৬ তে জায়গা করে নিল দক্ষিণ কোরিয়া।একই সময়ে শুরু আরেক ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে।
চলুন যেনে আসি আজকের বিশ্বকাপের খেলার সূচি আর কোথায় কোথায় দেখা যাবে ম্যাচগুলো
২০২২ বিশ্বকাপ ফুটবল
আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি
নেদারল্যান্ডস–যুক্তরাষ্ট্র
রাত ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি
বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপের অনুষ্ঠিত ম্যাচগুলো ।
প্রিয় দলের খেলাগুলো টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনেও উপভোগ করা যাবে।