ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে আজ সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে লিটন দাসের নেতৃত্বে ২য় ম্যাচে মাঠে নামবে টাইগারবাহিনী।২০১৫ সালের সিরিজ জয়ের মত আরও একটি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট দল।ইতিহাসের পুনঃমঞ্চায়ন কি করতে পারবে বাংলাদেশ?
আজ সাতই ডিসেম্বর স্থানীয় সময় দুপুর বারোটায় মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। আজ জয় পেলেই সিরিজ জয় সুনিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
বাংলাদেশ দলের স্কোয়াডে খুব একটা পরিবর্তন হবে না আজ।সিরিজের প্রথম ওয়ানডেতে লিটনের ম্যাজিক্যাল ক্যাপ্টেনসি মুগ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেকে।তাই সিরিজ নিশ্চিতের এই ম্যাচে শেষ ম্যাচের উইনিং কম্বিনেশনকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজও লিটন দাসের সাথে ওপেনিংয়ে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।
আরও পড়ুনঃসিরিজ জয় নিশ্চিত করতে আজ মাঠে নামবে টাইগারবাহিনী
তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর। ইনজুরি কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলোতে তার ফেরা নিয়ে এখনও রয়েছে সংশয়। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো এখনই কোনো ঝুঁকি নিতে চান না তাসকিনকে নিয়ে। এ পেসারকে তিনি রেখেছেন টেস্ট সিরিজের ভাবনায়।
গত ১ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে জানানো হয়েছিল, ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে থাকবেন না তাসকিন। তবে গতকাল ৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ দলের হেড কোচ ডমিঙ্গো স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সিরিজের বাকি দুই ওয়ানডেতেও থাকছেন না তাসকিন।
মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কোচ ডমিঙ্গো বলেন, ‘তাসকিন কদিন আগেই একটা ব্যথানাশক ইনজেকশন নিয়েছে। কাল কিছুক্ষণ জিম করেছে। আজ ৫-৬ ওভার বল করেছে। আমি নিশ্চিত না, তাকে খেলানোর ঝুঁকি নেয়া ঠিক হবে কি না। এখনো অনেক খেলা বাকি এই সিরিজে। দুটি টেস্ট ম্যাচ আছে। এটা আমাদের সুযোগ অন্য পেস বোলারদের গড়ার। তাসকিন এখন সুস্থ হওয়ার পথে।’
চলুন দেখে আসি ওয়ানডে স্কোয়াডে দুই দলের হয়ে কে কয়ে খেলছে
ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলঃ
লিটন দাস(অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন ও নুরুল হাসান।
৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ভারতের ওয়ানডে স্কোয়াডঃ
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহম্মদ সিরাজ, দীপক চাহার ও কুলদীপ সেন।
উল্লেখ্য ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির।
