ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচে আজ ভারতের বিপক্ষে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয় নিয়ে ইতোমধ্যে এগিয়ে রয়েছে লিটন দাসের বাহিনী।
আজ সাতই ডিসেম্বর স্থানীয় সময় দুপুর বারোটায় মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
আজ জয় পেলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের বীরত্বে দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশ। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়েও মিরাজের ব্যাটে বাংলাদেশ তাড়া করে ১৮৭ রানের লক্ষ্য।অপরপ্রান্তে তাঁকে তখন দারুণ সঙ্গ দিয়েছেন মুস্তাফিজুর রহমান আর তাতেই ভারতের পকেটের ম্যাচকে টাইগার অলরাউন্ডার মিরাজ বের করে আনেন একা হাতেই।
উল্লেখ্য ২০১৫ সালে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেবার বেশ কষ্টদায়ক স্মৃতি নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছিলো তারা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশের কাছে সিরিজে হেরেছিল ভারত। আর একমাত্র টেস্ট ম্যাচটিও ড্র হয়েছিল। এবারও রয়েছে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজ জয়ের আশায় আজ আবার ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
প্রথম ম্যাচে হেরে কিছুটা চাপের মধ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট টিম।তাছাড়া ২০১৫ সালের সেই দুঃসহ স্মৃতি ত আছেই।তবে চাপে থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান অবশ্য আশাবাদী এ ম্যাচে ভালো খেলে ঘুরে দাঁড়াতে। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে ধাওয়ান বলেন, ‘এটা নতুন শুরু। আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি। অনেক ইতিবাচক আছি এ ব্যাপারে। ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি আমরা।’
এদিকে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন জয়ের আশা থাকলেও ম্যাচটি কঠিনই হবে।তিনি বলেন, ‘আগের ম্যাচ থেকে ইতিবাচক ও নেতিবাচক দুই দিক থেকেই শিখতে হবে। সব বিভাগেই আমাদের উন্নতি করতে হবে। কারণ জানি, ম্যাচটা কঠিন হবে। ’
আরও পড়তে পারেনঃভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজের পূর্ণাঙ্গ সূচি
দীর্ঘ সাত বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এলো ভারতীয় ক্রিকেট দল।তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ভারতের জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে আসে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেটারদের বহনকারী বিমানটি। পূর্ণ শক্তির দল নিয়ে এবার বাংলাদেশের বিপক্ষে খেলতে এসেছে টিম ইন্ডিয়া।
৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির।
