বিয়ের প্রলোভন দেখিয়ে যশোরে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।অভিযুক্ত শাহরিয়ার সুজন (২৫) নামে ঐ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ৭ ডিসেম্বর রাতে যশোর শহরের বারান্দীপাড়া খালধার রোডের একটি বাড়ি থেকে অভিযুক্ত সুজনকে গ্রেফতার করা হয়। আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান,অভিযুক্ত সুজনের সাথে তার মেয়ের মোবাইলের মাধ্যমে পরিচয় হয়।পরিচয়ের এক পর্যায়ে তার মেয়ের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সুজন।ঘটনার দিন মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে সুজন ফোন করে মেয়েকে দেখা করতে বলে।ফোন পাবার পর সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী মেয়েটি সুজনের সঙ্গে দেখা করতে যশোর শিশু হাসপাতালের সামনে যায়। সেখান থেকে তাকে নিয়ে সুজন শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে।সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে মেয়েটিকে বিয়ের আশ্বাস দিয়ে সুজন তার ভাড়া বাসায় নিয়ে যায় এবং সেখানে সারারাত রেখে তাকে ধর্ষণ করে।বুধবার সকালে ভুক্তভোগী মেয়েটি সুজনকে বিয়ের জন্যে চাপ দিলে তাকে বাড়ি থেকে বের করে দেয়।বাড়ি ফিরে মেয়েটি তার মাকে সব কথা খুলে বললে পরিবারের পক্ষ থেকে সুজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুনঃরাজশাহীতে শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে যুবকের আত্মহত্যা
এরপরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানা য় ধর্ষণের অভিযোগ এনে সুজন এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে সুজনকে গ্রেফতার করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেছেন,’ধর্ষণের স্বীকার হওয়া মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছাএদিকে অভিযুক্ত সুজনকেও আটক করা হয়েছে এবং বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।‘




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0