জমকালো আয়োজনে ২০ নভেম্বর মরুর দেশ কাতারে পর্দা উঠে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২২ এর।৩২ দেশের অংশগ্রহণে শুরু হওয়া বিশ্বকাপের শুরুতেই অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের ম্যাচ গুলো যা শেষ হয় ২ ডিসেম্বর ব্রাজিল-ক্যামেরুন এর ম্যাচ এর মধ্য দিয়ে।গ্রুপ পর্বের লড়াইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে অনুষ্ঠিত হয় শেষ ১৬ লড়াই।
নক আউট পর্ব পার হয়ে আসা দলগুলো নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াই।কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আজ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আজ মুখোমুখি হবে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে।
সেমিফাইনালে যাবার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ৯ টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই দল।
এবারের বিশ্বকাপে লাতিন আমেরিকার চিরচেনা ব্রাজিলকে পাওয়া গেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে। শেষ ষোলোর সে লড়াইয়ে ৪-১ গোলের জয় পেয়েছিল সেলেসাওরা।তাই কোয়াটার ফাইনালের এই ম্যাচে গত আসরের রানার্সআপদের বিপক্ষে আগের একাদশের ওপরই আস্থা রাখছেন ব্রাজিলিয়ান কোচ তিতে।
ব্রাজিল দলের রাইট ব্যাকের দায়িত্বে থাকবেন এদের মিলিতাও।লেফট ব্যাকের দায়িত্ব থাকছে দানিলোর কাঁধেই।ক্যাসেমিরো থাকছেন তার আগের জায়গাতেই। মাঝমাঠে তার সঙ্গী হিসেবে থাকবেন লুকাস পাকেতা। ফরোয়ার্ডে নেইমারের দুই পাশে থাকছেন যথাক্রমে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। স্ট্রাইকার পজিশনে থাকছেন রিচার্লিসন।
অন্যদিকে ব্রাজিলের আক্রমণ ঠেকাতে প্রস্তুত ক্রোয়েশিয়ার রক্ষণভাগ।অভিজ্ঞ লভরেন রক্ষণে শক্তিশালী, তাকে সঙ্গ দেবে ২০ বছর বয়সী জিভারডিওল।যে ইতিমধ্যেই বড় বড় ক্লাবের নজরে এসেছেন তার অসাধারণ খেলার জন্য । ফুলব্যাক থাকা জুরানভিক ও সোসা অভিজ্ঞ ফুটবলার। মিডফিল্ডে আছেন ১৬ বছর ধরে জাতীয় দলে খেলা লুকা মডরিচ। ৩৮ বছর বয়সে এসে তিনি তার ক্যারিয়াররে সেরা ফুটবল খেলছেন। মিডফিল্ডে তাকে সঙ্গ দেবেন অভিজ্ঞ ব্রোজোভিক ও কোভাচিক।
বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কখনোই হারেনি ব্রাজিল।এ ছাড়াও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচে তিন গোল আছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।তবে আজ এক বিরল রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে নেইমার। বিশ্বকাপে আর এক গোল করলেই তিনি স্পর্শ করবেন পেলের ব্রাজিল জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড।
চলুন যানা যাক ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচের চূড়ান্ত একাদশ
ব্রাজিল একাদশঃ
অ্যালিসন বেকার, এদের মিলিতাও, মারকুইনস, থিয়াগো সিলভা, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, নেইমার, রাফিনিয়া, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।
ক্রোয়েশিয়া একাদশঃ
লিভাকোভিচ, জুরানোভিচ, লভরেন, জিভারদিওল, সোসা, কোভাচিক, ব্রোজোভিচ, মডরিচ, ক্রামারিচ, পেতকোভিচ, পেরিসিচ।
