আজ ৯ ডিসেম্বর শুক্রবার সকালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মান্দাস দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।সেইসাথে এটি আরও ঘণীভূত হয়ে বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
ঘূর্ণিঝড় মান্দাস যদি গতিপথ পরিবর্তন না করে তবে এটির বাংলাদেশে আঘাত হানার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিশিষ্ট আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমের সাথে ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন, ঘূর্ণিঝড় মান্দাস যে গতিপথ দিয়ে আগাচ্ছে তাতে এর বাংলাদেশের উপকূলে আঘাত হানার কোনো আশঙ্কা নেই।এটি আরও শক্তিশালী রুপ ধারন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিল নাড়ু প্রদেশের উত্তরে এবং অন্ধ্র প্রদেশের দক্ষিণে আঘাত আনতে পারে।
যদিও ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাব তেমন একটা বাংলাদেশে পড়বে না তবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে আজও ২ নম্বর দূরবর্তী হঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।সেইসাথে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় তাদেরকে এই সময়ে গভীর সাগরে বিচরণ না করতে সতর্ক করা হয়েছে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মান্দাস ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
আরও পড়ুনঃ রাজধানীর হাজারীবাগে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার
শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা তেমন একটা পরিবর্তন হবে না। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ ৯ ডিসেম্বর শুক্রবার রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং কাল ১০ ডিসেম্বর সূর্যোদয় হবে ভোর ৬টা ৩১ মিনিটে।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0