হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

গত ৪ ডিসেম্বর থেকে ভারতের সাথে শুরু হয়েছে স্বাগতিক বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।ইতিমধ্যে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আজ ১০ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২ ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এখন হাতছানি ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ। চট্টগ্রামে সেই লক্ষ্যে খেলতে নেমে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

হোয়াইটওয়াশের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ দলের একাদশে আজ এসেছে দুটি পরিবর্তন।ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলতে না পারা পেসার তাসকিন আহমেদ আছেন আজকের একাদশে। আর নাজমুল হোসেন শান্তর জায়গায় দলে এসেছেন ইয়াসির আলী রাব্বি।

এর আগে ওয়ানডেতে কেনিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তানকে ধবলধোলাই করেছিল টাইগাররা।ভারতের বিপক্ষে এবার নতুন ইতিহাসের সুযোগ বাংলাদেশের সামনে।

উল্লেখ্য দীর্ঘ সাত বছর বাদে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয় ক্রিকেট দল।তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ভারতের জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল।গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বাহিনী।

আরও পড়ুনঃরাজধানীতে মাদকসহ ১৯ জন আটক

চলুন জেনে আসি বাংলাদেশ ও ভারতের মাঝে অনুষ্ঠিত আজকের ওয়ানডেতে কোন দলের হয়ে কে কে থাকছে

বাংলাদেশ একাদশঃ

এনামুল হক, লিটন দাস (অধিনায়ক), সাকিব আল হাসান, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারত একাদশঃ

শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, উমরান মালিক।

উল্লেখ্য শেষ ২০১৫ সালে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেবার বেশ কষ্টদায়ক স্মৃতি নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছিলো তারা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশের কাছে সিরিজে হেরেছিল ভারত। আর একমাত্র টেস্ট ম্যাচটিও ড্র হয়েছিল।