২০ নভেম্বর কাতারে জমকালো আয়োজনে পর্দা উঠে ফিফা বিশ্বকাপ ২০২২ এবারের আসরের।গ্রুপ পর্বের খেলার মধ্য দিয়ে শুরু হওয়া কাতার বিশ্বকাপ এখন প্রায় শেষের দিকে।ইতিমধ্যে সেমিফাইনালিস্ট চারটি দলও নিশ্চিত হয়ে গেছে।
১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি আর্জেন্টিনা এবং ১৪ দিসেম্বর ফ্রান্স-মরক্কো মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে। নক আউট পর্বের এই তিনটি ম্যাচের জন্য ফিফা ব্যবহার করতে যাচ্ছে নতুন বল।
কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে নতুন বল আল হিলম দিয়ে। মঙ্গলবার আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচে নতুন এই বলের সঙ্গে পরিচয় ঘটবে খেলোয়াড়দের। আল হিলমের বাংলা অর্থ স্বপ্ন। এই বলে রয়েছে ইউনিক গ্রাফিক ডিজাইন। আগের বল আল রিহলা মতো এ বলেও থাকবে সেমি-অটোমেটেড প্রযুক্তি।
আজ ১১ ডিসেম্বর রোববার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এ সম্পর্কে ফিফা এক বিবৃতিতে জানিয়েছে,”আল হিলম ও আল রিহলা এ দুটো বলের সুযোগ-সুবিধা প্রায় একইরকম। তবে এই বল হবে অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন। এতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া।”
উল্লেখ্য ২০২২ এর কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব ও শেষ ষোলোর ম্যাচগুলো খেলা হয়েছে আল রিহলা বল দিয়ে। আল রিহলা অর্থ হল ভ্রমণ। কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ করা হয়েছে।
আরও পড়ুন:পদত্যাগপত্র গ্রহণের পর পাঁচটি আসন শূন্য হয়ে গেছেঃ স্পিকার
আল রিহলার মতো আল হিলমের সরবরাহকারীও অ্যাডিডাস।সেই ১৯৭০ সালের আসর থেকে ফুটবল বিশ্বকাপে বল জোগান দিয়ে আসছে তারা।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0