নড়াইলে গরুচোর সন্দেহে বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।
গতকাল ২৫ ডিসেম্বর রবিবার গভীর রাতে নড়াইল পৌরসভার উজিপুর গ্রামের বিজয়পুর কাড়ার বিলের মধ্যে এ ঘটনা ঘটে।
আজ ২৬ ডিসেম্বর সোমবার ভোরবেলা নড়াইল সদর থানা পুলিশ বিলের মধ্য থেকে গণপিটুনিতে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।
নিহতদের মধ্যে একজনের নাম মো. আসাদুল শেখ।সে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া গ্রামের গফুর শেখের ছেলে।নিহত আসদুলের পকেটে রাখা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় পাওয়া গিয়েছে। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ১লা জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা- ২০২৩
সদর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি মধুমতি সেতু চালু হবার পর থেকে নড়াইলের বিভিন্ন স্থানে গরু চুরি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সে জন্য বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা রাত জেগে পালা করে গরু পাহারা দিয়ে আসছিলেন।এমতবস্থায় গতকাল ২৫ ডিসেম্বর রবিবার রাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রামের রেবু বিশ্বাসের বাড়িতে পাঁচ-ছয়জনের একটি দল গরু চুরির উদ্দেশ্যে হানা দেয়।
এ সময় বাছুরের ডাকে রেবু বিশ্বাস ও তাঁর স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন তাৎক্ষনিক ভাবে ছুটে ছুটে এসে চোরের দলকে ধাওয়া করে। বিক্ষুদ্ধ জনতা গরু চোরদের ধাওয়া করতে করতে নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের উজিরপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের পূর্ব পাশে এসে একজনকে ধরে ফেলেন। অন্যজন বিজয়পুর কাড়ার বিলের মধ্যে পড়ে গিয়ে ধরা পড়ে যায়।উপস্থিত জনতা দুজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তারা প্রান হারান। তবে এ দলের বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এলাকাবাসী আরও জানায়, এসব চোরেরা দিনের বেলায় এলাকায় বিভিন্ন জিনিষ ফেরি করে বেড়ায়। গতকালও নিহতদের এলাকায় ফেরি করতে দেখা গেছে।
গণপিটুনিতে নিহতের বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, “সম্প্রতি নড়াইলের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরার জন্য এলাকাবাসীকে সচেতন করাসহ এলাকায় পাহারা বসানো হয়। বীড়গ্রামে গরু চুরির ঘটনায় এলাকাবাসী পিটুনি দিয়ে দুজনকে মেরে ফেলেছেন। নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।“