যুক্তরাষ্ট্রে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছয় বছর বয়সী এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে বন্দুক নিয়ে গিয়ে শিক্ষককে গুলি করেছে।
স্থানীয় সময় গতকাল ৬ জানুয়ারি শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচনেক এলিমেন্টারি স্কুলে এ গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ৩০ বছর বয়সী নারী ওই বিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে তার অবস্থা আসঙ্কাজনক অবস্থায় রয়েছে।এই ঘটনায় শিক্ষক আহত হলেও শ্রেণিকক্ষে থাকা অন্য শিক্ষার্থীরা কেউ আহত হয়নি। অভিযুক্ত শিশু ফার্স্ট গ্রেডের একজন শিক্ষার্থী।
নিউপোর্ট নিউজ পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শহরের পুলিশ প্রধান স্টিভ ড্রিউ সংবাদমাধ্যমকে বলেছেন, যে গুলি করেছে সেই শিক্ষার্থীর বয়স মাত্র ৬ বছর।অভিযুক্ত ওই শিশু শ্রেণিকক্ষে হ্যান্ডগান নিয়ে এসেছিল। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, গুলি করার ঘটনাটি কোনো দুর্ঘটনা নয়। শিশুটি বন্দুক কোথায় পেয়েছে সেই তথ্য বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।তবে গুলিবিদ্ধ শিক্ষকের অবস্থার উন্নতি হচ্ছে।
তবে কর্তৃপক্ষ ছেলেটির মা-বাবার সঙ্গে যোগাযোগ করেছিল কি না, সে বিষয়ে স্টিভ ড্রিউ কিছু জানাননি। তিনি শুধু বলেছেন, পুলিশ বিভাগ বিষয়টি দেখছে।
আরও পড়ুনঃ দিনাজপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
স্থানীয় শিক্ষা বিভাগের স্কুল শাখার প্রধান জর্জ পার্কার বলেছেন, ‘এই ঘটনায় আমি বিস্মিত, আমি শোকাহত।’ এমন ঘটনা রোধে সবার সহায়তা দরকার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের সবাইকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে যে, শিশু-তরুণদের কাছে যেন কোনোভাবেই অস্ত্র না থাকে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানে গোলাগুলির সংখ্যা মারাত্নক ভাবে বেড়ে গেছে। গত বছরের মে মাসে দেশটির ইতিহাসে অন্যতম বড় স্কুল শুটিংয়ের ঘটনা ঘটে। সে সময় টেক্সাসের একটি স্কুলে ১৮ বছর বয়সী এক তরুণের গুলিতে ১৯ শিশু ও দুই শিক্ষকের মৃত্যু হয়।
এদিকে বন্দুক সহিংসতার বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহকারী ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভের দেয়া তথ্য বলছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে বন্দুকের কারণে প্রাণহানি হয়েছে প্রায় ৪৪ হাজার মানুষের। এর প্রায় অর্ধেকই হত্যাকাণ্ড ও আত্মরক্ষার খাতিরে হয়েছে। বাকি অর্ধেক মূলত আত্মহত্যা।