বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হল ফেসবুক।অতি সম্প্রতি মেটার মালিকানাধীন এই জনপ্রিয় সামাজিক যোগামযোগমাধ্যমটি তার শীর্ষ ব্যবহারকারীদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। মেটার প্রকাশিত সেই প্রতিবেদনে শীর্ষ ব্যবহারকারী ৩ দেশের একটি হলো বাংলাদেশ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ তিন দেশের মধ্যে প্রথম অবস্থানে আছে ভারত। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপাইন এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ। তবে বাংলাদেশে কী পরিমাণ ব্যবহারকারী রয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি মেটা।
আরও পড়ুনঃ দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে নৃশংস হত্যাকাণ্ডের স্বীকার এক নারী
মেটার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে ফেসবুকে দৈনিক গড় ব্যবহারকারীর সংখ্যা (ডিএইউএস) ছিল ১৯৩ কোটি। সেই হিসেবে গত বছর ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যা ৪ শতাংশ বা ৭ কোটি বেড়েছে।২০২১ সালে এই সময়ে যে পরিমাণ ব্যবহারকারী ছিল ২০২২ সালে এসে তা অনেকটাই পরিবর্তিত হয়েছে।মূলত তিন দেশ ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ফেসবুকের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মেটা আরও বলেছে, ২০২২ সালে ভারত, নাইজেরিয়া এবং বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে ফেসবুকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর (এমএইউএস) তালিকায়ও শীর্ষ তিন দেশের একটি বাংলাদেশ। মেটার সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে, ২০২২ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯৬ কোটি। এক বছরের ব্যবধানে এ সংখ্যা ২ শতাংশ বেড়েছে।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0