রাজধানী ঢাকার হাতিরঝিলে ঈদুল ফিতরের সকালে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের বন্ধু মোটরসাইকেলচালক।
গতকাল ২২ এপ্রিল শনিবার সকাল পৌনে ১১টার দিকে রামপুরা টেলিভিশন সেন্টারের বিপরীতে হাতিরঝিল সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ১৭ বছর বয়সী ছাত্রের নাম মেহেদি হাসান।সে খিলগাঁও হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ।তার পিতার নাম আবুল কাশেম,পেশায় তিনি একজন সবজি ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।নিহত মেহেদী রাজধানীর রামপুরা ওয়াপদা রোড নতুন রাস্তা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত।তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজে্লায়।
দুর্ঘটনায় আহত মেহেদীর মোটরসাইকেলচালক বন্ধুর নাম শাকিল।সে বর্তমানে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুনঃ কিশোরগঞ্জে ঈদগাহে নামাজ পড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় যে, গতকাল ঈদ উপলক্ষে মেহেদী তার বন্ধু শাকিলের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।পথিমধ্যে রামপুরা টিভি সেন্টারের বিপরীত হাতিরঝিল সড়কে পৌঁছালে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বাসের চাকায় চাপা পড়ে। এতে গুরুতর আহত হন দুজন। পরে তাদের উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে মেহেদীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের এ এস আই মাসুদ মিয়া বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত শাকিলকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
হাতিরঝিল থানার এসআই সুজন দেব বলেন, ‘এ ঘটনায় যাত্রীবাহী সৈকত শাওন পরিবহন নামের বাসটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। বাসটি যাত্রী নিয়ে গাইবান্ধার উদ্দেশে যাচ্ছিল।’
