প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) মোট ছয়জনকে বিচার বিভাগীয় রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত। আজ শুক্রবার পি কে হালদারসহ ছয়জনকে আদালতে হাজির করা হলে আগামী ৭ জুন পর্যন্ত তাঁদের এ রিমান্ডের আদেশ দেন বিচারপতি সৌভিক ঘোষ।
আজ ইডির তরফে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (জেল হেফাজত) দেওয়ার আবেদন জানানো হয়। আদালত ৭ জুন পর্যন্ত হেফাজত মঞ্জুর করেন।
এত দিন ইডির হেফাজতে ছিলেন পি কে হালদারসহ অন্যরা। এবার বিচার বিভাগীয় রিমান্ডের পর তাঁরা সাধারণ কারাগারে বন্দী হিসেবে থাকবেন। এখন কারাগারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে জেরা করতে পারবেন ইডির কর্মকর্তারা।