ভোলায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মর্মান্তিক ভাবে প্রান হারিয়েছে এক শিশু নিহত হয়েছে।
গতকাল ২৩ এপ্রিল রবিবার ভোলার লালমোহন পৌরসভার লালখালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ২ বছর বয়সী শিশুর নাম হাসি আক্তার।নিহত হাসি লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসলী এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে।
আরও পড়ুনঃ বিষাক্ত অ্যালকোহল পানে অসুস্থ হয়ে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে ৩ জনের মৃত্যু
পারিবারিক সুত্রে জানা যায়,গতকাল রবিবার বিকেলে শিশু হাসি তার মা শিরিনার সঙ্গে অটোরিকশায় করে নানা বাড়ি থেকে ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদারে দাদা বাড়িতে যাচ্ছিল। পথে পৌরসভার লালখালি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ ব্রেক করে।
এ সময় অসাবধনাবসত মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শিশু হাসি।গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ভোলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে হাসির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। কিন্তু সেখানে নেওয়ার আগেই পথে শিশু হাসি আক্তারের মৃত্যু হয়।
এ বিষয়ে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
